-->

অরিজিনাল ফোন চেনার উপায় | মোবাইল ফোনের সকল গুরুত্বপূর্ন কোড।



আমরা যেভাবে জানতে পারর:
আজ আমরা ভিভো, অপো, সিম্ফনি, নোকিয়া, স্যামসাং, হুয়াওয়ে সহ সকল অরিজিনাল ফোন চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারব। কারণ ফোন সম্পর্কে না জানার কারণে হয়ত আপনি নকল ক্লোন এবং আন অফিসিয়াল ফোন কিনে নিতে পারেন। তাই ফোন কেনার আগে একবার হলেও আসল ফোন চেনার উপায় বৈশিষ্ট গুলো জেনে নিন। তারপর ভিভো, অপ্পো, সিম্ফনি, নোকিয়া, স্যামসাং, হুয়াওয়ে সহ সকল অরিজিনাল কিনুন এবং নিরাপদ নিশ্চিন্ত থাকুন।

সব ব্রান্ডের অরিজিনাল ফোন চেনার উপায় : 

আসল ফোন চেনার উপায় IMEI ভেরিফিকেশন : (IMEi Verification Method) বৈধ মোবাইল চেনার উপায় সহজ উপায় গুলোর মধ্যে মোবাইলের IMEi রেকর্ড পরিক্ষার মাধ্যমে মোবাইলের বৈধতা যাচাই করা সব থেকে ভালো। কারণ আন অফিসিয়াল ফোনের IMEi রেকর্ড থাকে না। আর আসল ভিভো, অপ্পো, সিম্ফনি, নোকিয়া, স্যামসাং, হুয়াওয়ে সহ সকর কোম্পানির অফিসিয়াল ফোনের IMEi রেকর্ড থাকে। তাই আপনি চাইলে আপনার কোম্পানির ব্রান্ড ওয়েবসাইট থেকে আইএমইআই রেকর্ড চেক করে মোবাইলের বৈধতা যাচাই করতে পারেন।

মোবাইল ফোনে IMEI দেখার নিয়ম:
আপনার মোবাইলে টাইপ করুন *#06# চাপুন সাথে সাথে ১৫ ডিজিটের International Mobile Identification Number চলে আসবে। তারপর আপনি বিভিন্ন ভাবে কোডটি পরিক্ষা করে আসল ফোন সনাক্ত করতে পারেন। আপনি আনলাইনে বিভিন্ন ভাবে IMEi ব্যবহার করে আসল না নকল ফোন তা সনাক্ত করতে পারেন। আবার মোবাইলের আসল তথ্য গুলো আপনার নিজের ফোনের সাথে মিলিয়ে নিতে পারেন। নকল ফোনে কখনো আসল ফোন এর মত পারফামেন্স হবে না।
IMEI Verification

ফোন সিক্রেট কোড ভেরিফিকেশন:
(Secret Code Verification) প্রতিটা কোম্পানির মোবাইল ফোনের সিক্রেট কোড থাকে। ফোনকে সহজে কোডের মাধ্যমে ডায়াল আপ করে আসল ভিভো, অপ্পো, সিম্ফনি, নোকিয়া, স্যামসাং, হুয়াওয়ে সহ সকল ফোনের কনফিগারেশন সম্পর্কে জেনে নেওয়া সম্ভব। মোবাইলের সিক্রেট কোড জানতে গুগলে মোবাইলের নাম ও মডেল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। অরিজিনাল ফোন চেনার উপায় যেমন- OPPO f1 all secret Code

মোবাইল সিক্রেট কোড :
*#06# আইএমইআই দেখার কোড।
*#12345# ফোন রেজিস্টার দেখার কোড।
*#8778# ফোন রিসেট করার কোড।
*#808# ম্যানুয়ালী ফোন পরিক্ষা কোড।
ভিভো মোবাইল সিক্রেট কোড :
*#06# আইএমইআই দেখার কোড।
*#07# ওয়েট সার দেখা কোড।
*#*#225#*# ক্যালেন্ডার দেখার কোড।
*#*#759#*# ইজার ইন্টার ইনফরমেশন।
*#*#36254#*# ব্রাউজার দেখার কোড।
*#*#4838#*# ফোনের বিভিন্ন তথ্য দেখা।
*#558# ফ্যাক্টরী টেস্ট রিসেট করা কোড।
এন্ড্রয়েড সব মোবাইল সিক্রেট কোড :
*#06# আইএমইআই দেখার কোড।
*2767*3855# – ফোনের ফ্যাক্টরি রিসেট কোড
*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
*#*#273282*255*663282*#*#* -সকল মিডিয়া 

ফাইল ব্যাকআপ কোড:
*#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড কোড।
*#*#1111#*#* – ফোনের FTA সফটওয়্যার ভার্সন ।
*#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন।
*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।
*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
*#12580*369# – সফটওয়্যার ও হার্ডওয়্যার ইনফর্মেশন।
*#*#2664#*#* – ফোনের টাচ স্ক্রীন টেস্ট কোড।
*#9900# – ফোনের সিস্টেম ডাম্প মোড।
*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।
*#*#34971539#*#* – ফোনের ক্যামেরা ইনফর্মেশন।
*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।
*#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু।
*#7465625# – ফোনের লক স্ট্যাটাস।
*#*#8255#*#* – ফোনের G Talk সার্ভিস মনিটর কোড।
*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
*#*#7780#*#* – ফ্যাক্টরি রি-স্টোর সেটিং, গুগল সিস্টেম ডাটা মুছে যাবে।
*2767*3855# – ফ্যাক্টরি ফরম্যাট সেটিং, সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে। *#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রীন, সব ব্যাকআপ করা ।
*#*#197328640#*#* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট সেটিং এর জন্য।
*#*#7594#*#* – ইন্ড কল বা পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন করবে।
*#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন আপডেট অপশন টি ব্যবহার করবেন না।

ওয়াইফাই, ব্লতুথ সিক্রেট কোড :
*#*#232338#*#* – ফোনের ওয়াইফাই ম্যাক এড্রেস।
*#*#1472365#*#* – ফোনের জিপিএস টেস্ট।
*#*#1575#*#* – এটাও জিপিএস টেস্ট কোড।
*#*#232331#*#* – ফোন ব্লুতুথ টেস্ট কোড।
*#*#232337#*# – ব্লুতুথ ডিভাইস ইনফর্মেশন।
*#*#0588#*#* – ফোনের প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
*#*#0*#*#* – ফোনর এলসিডি টেস্ট।
*#*#2664#*#* – ফোনের টাচ স্ক্রীন টেস্ট।
*#*#2663#*#* – ফোনের টাচ স্ক্রীন ভার্সন।
*#*#0283#*#* – ফোনের প্যাকেট লুপ ব্যাক।
*#*#0673#*#*- মেলোডি টেস্ট, নিচের টাও একই কোড।
*#*#0289#*#* – মেলোডি টেস্ট, উক্ত কোডের একই কাজ।
*#*#3264#*#* – রম ভার্সন টেস্ট, উক্ত কোডের একই কাজ।
*#*#232339#*#*- W-LAN টেস্ট কোড, টেস্টের জন্য মেনু ব্যবহার করুন।
*#*#526#*#* – W-LAN টেস্ট কোড, উক্ত কোডের একই কাজ।
*#*#528#*#* – W-LAN টেস্ট কোড, উক্ত কোডের একই কাজ।

হুয়াওয়ে মোবাইল সিক্রেট কোড:
*#06# আইএমইআই দেখার কোড
বাকি কোডগুলো কয়েকদিন পর পাবেন।
নোকিয়া মোবাইল সিক্রেট কোড:
*#06# আইএমইআই দেখার কোড
বাকি কোডগুলো কয়েকদিন পর পাবেন।
স্যামসাং মোবাইল সিক্রেট কোড :
*#06# আইএমইআই দেখার কোড
বাকি কোডগুলো কয়েকদিন পর পাবেন।
সিম্ফনি মোবাইল সিক্রেট কোড :
*#06# আইএমইআই দেখার কোড
বাকি কোডগুলো কয়েকদিন পর পাবেন।

মোবাইল ভেরিফিকেশন অ্যাপ:
(Mobile Verification App) আপনি যদি প্লে-স্টোর খোঁজ করেন তাহলে দেখবেন মোবাইল ভেরিফিকেশনের জন্য অনেক ফ্রি অ্যাপ রয়েছে । আবার অনেক কেম্পানির নিজেস্ব অ্যাপের মাধ্যমে কিউআর কোড এবং মোবাইল একটিভেশন ভেরিফিকেশন করা যায়। আপনি চাইলে সেই অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে মোবাইলের সকল তথ্য জেনে নিতে পারেন। কারণ মোবাইলের কিউআর কোর্ড বা আইএমইতে প্রতিটা মোবাইলের সকল রেকর্ড সহকারে দেওয়া থাকে। অফিসিয়াল ও আন অফিসিয়াল মোবাইল ফোনের পার্থক্য জানাতে হলে মোবাইল অ্যাপ ভ্যারিফিকেশন করতে হবে।
আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট