-->

বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবের ভিডিও দেখা যাবে

ইউটিউবে কোনো ভিডিও দেখার সময় বিজ্ঞাপন চলে আসলে যে কারোরই বিরক্তি লাগে। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করে আপনি এই বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন। তবে যদি আপনি টাকা খরচ না করতে চান, তাহলে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব দেখার একটি উপায় অবশ্য আছে। তবে এই পন্থা শুধু ব্রাউজারের ক্ষেত্রে কার্যকর হবে, ইউটিউব অ্যাপে এটি কাজ করবে না। 


অ্যাড ফ্রি ভিডিও দেখতে যা করতে হবে:


ডেস্কটপ বা ল্যাপটপে দেখতে চাইলে-

  • ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব লিখে সার্চ করুন।
  • এরপর নিজেদের পছন্দমতো যে কোনও ভিডিও চালু করতে হবে।
  • এরপর উপরের সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবে ‘টি’-এর পর একটি ‘হাইফেন (-)’ দিয়ে দিতে হবে।
  • এরপরই বিনা বিজ্ঞাপনে ডেস্কটপ বা ল্যাপটপে ভিডিও দেখতে পাবেন।


স্মার্ট ফোনে কাজটি করতে হলে-

  • স্মার্ট ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে যান।
  • ডেক্সটপ মোড ওপেন করুন।
  • এখানে ইউটিউব লিখে সার্চ দিন।
  • এরপর নিজেদের পছন্দমতো ইউটিউবের যে কোনও একটি ভিডিও প্লে করুন।
  • সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবের টি’-এর পর একটি ‘হাইফেন (-)’ বসিয়ে দিন।
  • ব্যাস, এবার থেকে স্মার্ট ফোনে ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়া।

আরও নতুন পোষ্ট পরবর্তী পোষ্ট